Logo

খেলাধুলা    >>   প্রবাসী স্থায়ী সমাধান নয়, খেলোয়াড় তৈরি করতে হবে: আসিফ মাহমুদ

প্রবাসী স্থায়ী সমাধান নয়, খেলোয়াড় তৈরি করতে হবে: আসিফ মাহমুদ

প্রবাসী স্থায়ী সমাধান নয়, খেলোয়াড় তৈরি করতে হবে: আসিফ মাহমুদ

Progga News Desk:

বাংলাদেশি বংশোদ্ভুত ক্রীড়াবিদ যারা বিভিন্ন দেশে ভালো করছেন, তাদের দেশে এনে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ। তবে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কেবল প্রবাসী এনে জাতীয় দল শক্তিশালী করাকে স্থায়ী সমাধান মনে করছেন না।

শনিবার এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ভালো প্রবাসী ক্রীড়াবিদ আনার পাশাপাশি নিজেদেরও ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। প্রবাসী আনাই স্থায়ী সমাধান নয়।

স্বাধীনতা কাপ ভলিবল উদ্বোধন করতে এসে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশি বংশোদ্ভুত অনেক খেলোয়াড় আছেন যারা বিভিন্ন দেশে ভালো করছেন। আমরা হামজা চৌধুরীকে খেলিয়েছি, সামিত সোম খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এটা কেবল ফুটবলেই নয়, সব খেলায়ই এই সুযোগ আছে। আমরা একটা নির্দেশনা দিয়েছি কীভাবে তাদের আনা যায়। তবে এটা কোনো স্থায়ী সমাধান না। সমাধানটা হচ্ছে, আমাদেরকে খেলোয়াড় তৈরি করতে হবে।

এ জন্য প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় বাছাইয়ে গুরুত্ব দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, প্রান্তিক পর্যায় থেকে সম্ভাবনাময় প্রতিভা অন্বেষণ করে আনতে হবে। এরপর তাদের যথাযথ সুযোগ-সুবিধা ও ট্রেনিং দিতে হবে। এটাই হচ্ছে স্থায়ী সমাধান। প্রবাসী যারা ভালো করছেন তাদেরও বাংলাদেশে নিয়ে আসার সুযোগ তৈরি করতে হবে।